Login Register
ভবিষ্যৎ অনুবাদসুচী

বন্ধুবর banglamax-কে ধন্যবাদ আমার বলায় এই নতুন বিভাগটি সংযোজন করার জন্য। কিছুদিন আগে আমি ওর সঙ্গে আলোচনা করেছিলাম, কোন কোন জনপ্রিয় বিদেশী কমিকসের বাংলা অনুবাদ করা যায়- এই বিষয়ে। বস্তুত Quick and Flupke কমিকসের নবম পর্ব অনুবাদ করার পর আমি জানতে পারি, ওটা আগেই অনুবাদ হয়ে গেছে। ফলে একটা পরিশ্রম আর সময়ের অপচয় ঘটে। banglamax তখন আমাকে পরামর্শ দেয়, যেগুলি ভবিষ্যতে অনুবাদ করার ইচ্ছে আছে তার একটা সুচী বানাতে। আমাদের সাইটের সদস্যদের কেউ না কেউ নিশ্চয়ই বলতে পারবেন, আগে কেউ ওগুলি অনুবাদ করেছেন কিনা। ও নিজেও আমাকে 30GB কমিকসের কয়েকটা DVD দিয়েছে, যদি সেগুলোর কোনোওটা আমি অনুবাদ করতে চায়, সে ভেবে। আমি ওগুলির বেশ কয়েকতা অনুবাদ করতে চাই।

যাই হোক, আমি ভবিষ্যতে নিম্নলিখিত কমিকসগুলি অনুবাদ করতে চাই। যদি আমাদের কোনো সম্মানীয় সদস্য জেনে থাকেন যে ওগুলি আগেই বাংলায় অনুবাদ হয়ে গেছে বা কেউ বর্তমানে অনুবাদ করছেন, এখানে Comment করে জানাবেন।

1. Quick and Flupke Episode 1-6 (from french)

2. Asterix Comics -

---13-Laurel Wrath

---14-Soothsayer

---16-Great Crossing

---24-Corsica

---25-Belgium

---26-Great Divide

---27-Black Gold (কয়েকপাতা করেছি)

---29-Secret Weapon (অনুবাদ প্রায় কমপ্লিট)

---30-Magic Carpet (কয়েকপাতা করেছি)

3.Uncle Scrooge : (+DuckTales Episodes)

4.Valerian and Laureline (1-22, Ep-1 is almost Complete)

5.Star Wars Classic

6.Tomb Raiders Full Collection

7.Indiana Jones Complete Edition

8.Lucky Look (1-72 Except some pretranslated episodes: I don't remember all the episode names)

9.Adveture of Alex (Ep 1-14)

10. Mortensen Ep 1-4

11. The Little Prince (1-22)

একা আমি একসঙ্গে এতগুলো কমিকস সবই হয়ত করে উঠতে পারব না। তবে আমার পরিকল্পনা আছে ২০২০ সালের মধ্যে প্রায় ৯০% অনুবাদ করে ফেলার। দিনে প্রায় ৪ ঘন্টা পরিশ্রম করছি।দেখা যাক কতদুর হয়।

ও হ্যাঁ, banglamax কথা দিয়েছে,Grimm Fairy Tales পুরোটা অনুবাদ করবে।সেই সঙ্গে বেশ কিছু ১৮+ কমিকসও।

20th May, 2019 11:26 AM, Last Edit by saradindu on 20th May, 2019 11:30 AM
Comments
#4

ধন্যবাদ আপনাদের। আমি অনুবাদ করে এখানে দেবার আগেই যদি দেখেন, অন্য কেউ সেটি অনুবাদ করেছেন বা করার পরিকল্পনা করেন, এখানে জানাবেন।


21th May, 2019 10:40 AM
#5

Asterix er Soothsayer,Great Divide,Black Gold,Secret Weapon,Magic Carpet Egulo Hoye Geche. Translate Korechilen Saon Dutta.


22th May, 2019 4:12 PM
#6

Indiana Jones (Marvel Comics) Towers of the Tears ar The Gold Goddess: Xomec's Raiders ar er 2nd Issue The Gold Goddess: Amazon Death-Ride! eigulo banglai hoye geche. Ar ekta Onubad korechilen Partho Aranyadeb Mukharjee setar Naam Mone Porche Nah. Pore diye debo...


22th May, 2019 4:24 PM
#8

Rupak007, আপনি লিঙ্ক দিতে পারেন বা সাইটের নাম দিতে পারেন। এতে আমাদের সব সদস্য উপকৃত হবেন।


23th May, 2019 12:25 PM
#10

আমার কাছে ইন্দ্রজালের বাংলা সিরিজের অনেকগুলো পর্ব সংগ্রহ করা আছে। ঠিক আছে, ওয়াটারমার্ক রিমুভ করে ওগুলো শেয়ারের চেষ্টা করছি।


30th May, 2019 8:00 AM
Pages First 1  2   3   4   5   6   Next   Last 
Powered by Blogerythm v3.3 যাত্রা শুরু পয়লা এপ্রিল ২০১৯ © মুগ্ধবাংলা (২০১৯-২০৩৪)